ভাইজান এদিন কথা প্রসঙ্গে জানান


ভাইজান এদিন কথা প্রসঙ্গে জানান




  অন্তিম এবং কিসি কা ভাই কিসি কী জান ছবি দুটোর টিকিটের দাম ২৫০ টাকার মধ্যে রাখা হয়েছিল, অন্যদিকে টাইগার ৩ ছবির টিকিটের দাম কেউ কেউ ১০০০ থেকে ১৭০০ টাকা পর্যন্ত দিয়েছেন বলে জানান সলমন খান। ছবি নাকি ভালো ব্যবসা করেনি এই প্রসঙ্গ ওঠায় বেজায় চটে যান তিনি। বলেন, 'আমার আগামী ছবির টিকিটের দাম বেশি রাখব। কারণ আজকাল কেই ভালোর দাম দেয় না। পরের বার দেখবেন আমাদের ছবি আরও কত ভালো ব্যবসা করে।'

টাইগার ৩ প্রসঙ্গে

টাইগার ৩ ছবিটি ১২ নভেম্বর মুক্তি পেয়েছে। মণীশ শর্মা পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন সলমন খান, ক্যাটরিনা কাইফ, ইমরান হাশমি। ভারতীয় বক্স অফিসে ইতিমধ্যেই এই ছবি ২৭৫ কোটির বেশি আয় করে ফেলেছে।